Home Kolkata লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুনশাখার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায়

লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুনশাখার উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ রায়

78
0

হাওড়া: হাওড়া ময়দান এলাকায় নতুন শাখা খুলল লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। ভট্টনগর, লিলুয়া, বামনগছি, বেলগাছিয়ার পর এবার হাওড়ার প্রাণকেন্দ্রে নিজেদের শাখা তৈরি করল তারা। এটি লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের পঞ্চম শাখা।

হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে সমবায়িকা ভবনের দোতলায় খোলা হয়েছে কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখাটি। শুক্রবার সেটির উদ্বোধন করেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেয় লিলুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। তিনি বলেন, রাজ্যের জনমুখী প্রকল্প যেমন কন্যাশ্রী, যুবশ্রী সহ অন্যান্য আর্থিক সহায়তা যাতে সমবায় ব্যাঙ্কগুলির মাধ্যমে দেওয়া যায়, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। তা অনুমোদন পেলে সমবায় ব্যাঙ্কগুলির আরও উন্নতি হবে। বাম আমলের মতো সমবায় ব্যাঙ্কগুলি একের পর এক বন্ধ হয়ে যাবে না। 

প্রসঙ্গত, এই উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন হাওড়া জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, ব্যাঙ্কের সম্পাদক অসিতকুমার মণ্ডল, চিফ এগজিকিউটিভ অফিসার পার্থপ্রতিম পতি সহ অন্যান্যরা। অসিতবাবু বলেন, ১৯৭৯ সাল থেকে চলছে এই ব্যাঙ্ক। ২০১৮-’১৯ সালে আর্বান কো-অপারেটিভ হিসেবে সমবায় ভূষণ ও সমবায় রত্ন পুরস্কার পায় এই ব্যাঙ্ক। এরপর শিবপুরে এই ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন হবে।

Previous articleহাসপাতালে ভর্তি মহাভারতের শকুনি
Next articleওপোর নতুন ফোনে ১ ঘন্টারও কম সময়ে ফুল চার্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here