Home International লন্ডনে পালিত হল ভারতের সাধারণতন্ত্র দিবস

লন্ডনে পালিত হল ভারতের সাধারণতন্ত্র দিবস

117
0

লন্ডন: লন্ডনে উৎসবের মেজাজে পালিত হল ভারতের সাধারণতন্ত্র দিবস। ভারতীয় হাইকমিশনের ঐতিহাসিক গিল্ড হলে নৃত্য ও গান পরিবেশনের পাশাপাশি নয়াদিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজের ঝলকও দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের একঝাঁক এমপি, বিভিন্ন দলের নেতা, কূটনীতিক, শিল্পপতি এবং প্রবাসী ভারতীয়রা। বক্তব্য রাখেন ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তাঁর ভাষণে ভারতীয় সংবিধানের গুরুত্বের কথা তুলে ধরেন। 
বৃহস্পতিবার সন্ধ্যায় দোরাইস্বামী বলেন, ভারতীয় সংবিধানে  দেশের নাগরিকদের মৌলিক অধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা ও সৌভ্রাতৃত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু এই সংবিধান গ্রহণের প্রেক্ষাপট ও যেভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তা দেশের নাগরিকদের উজ্জীবিত করে চলেছে, সেটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। প্রসঙ্গক্রমে আসে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধনকারী হিসেবে প্রবাসী ভারতীয়দের ভূমিকা এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কথা। হাইকমিশনার বলেন, ‘বিশ্বব্যাপী অংশীদারিত্ব, বিশেষ করে ব্রিটেনের মতো বন্ধুদেশগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সংস্কৃতি,বাণিজ্য ও লগ্নির ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ আদানপ্রদান বরাবরই রয়েছে। ব্রিটেনের শিল্প, স্বাস্থ্য, খেলাধুলো, রাজনীতি এবং খাদ্যাভাসের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে ভারতীয় বংশোদ্ভূতরা।’ দোরাইস্বামী আরও বলেন, ‘এমন সময়ে আমরা ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি, যখন ভারতীয় সংস্থাগুলি এখানে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী। এ বছরটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, আমরা জি-২০তে সভাপতিত্ব করছি। যা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় চ্যালেঞ্জ।’ 

Previous articleন্যাশনাল পেনশন স্কিম নিয়ে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে
Next articleজিটিএ চুক্তি ভাঙল গোর্খা জনমুক্তি মোর্চা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here