দুর্গাপুর: ফের সামনে এল লটারি প্রতারণা-কাণ্ড। ভিন রাজ্যের লটারিকে বাংলার একটি জনপ্রিয় লটারির আদলে বানিয়ে ব্যবসা করার ঘটনা আগেই প্রকাশ্যে এসেছিল। ধরা পড়েছিল বেশ কয়েকজন অসাধু কারবারি। এবার আরও বড় প্রতারণা চক্রের হদিশ মিলল দুর্গাপুরে। এই চক্রের প্রতারণার ধরন একটু আলাদা। যে সব নম্বরের লটারি বড় পুরস্কার জিতছে, মুহূর্তে সেই নম্বরের ভুয়ো লটারি ছাপানো হচ্ছে। এরপর কোনও ছোট লটারি ডিলার বা সাব ডিলারের কাছে সেই নকল লটারি নিয়ে গিয়ে তা ভাঙিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। রাজ্যজুড়ে এমন নকল লটারিতে টাকা পেমেন্ট করে প্রতারণার ফাঁদে পড়ছেন প্রকৃত লটারি ব্যবসায়ীরা।