Home District লটারির নকল টিকিট বানিয়ে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার জাল সক্রিয়

লটারির নকল টিকিট বানিয়ে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার জাল সক্রিয়

122
0

দুর্গাপুর: ফের সামনে এল লটারি প্রতারণা-কাণ্ড। ভিন রাজ্যের লটারিকে বাংলার একটি জনপ্রিয় লটারির আদলে বানিয়ে ব্যবসা করার  ঘটনা আগেই প্রকাশ্যে এসেছিল। ধরা পড়েছিল বেশ কয়েকজন অসাধু কারবারি। এবার আরও বড় প্রতারণা চক্রের হদিশ মিলল দুর্গাপুরে। এই চক্রের প্রতারণার ধরন একটু আলাদা। যে সব নম্বরের লটারি বড় পুরস্কার জিতছে, মুহূর্তে সেই নম্বরের ভুয়ো লটারি ছাপানো হচ্ছে। এরপর কোনও ছোট লটারি ডিলার বা সাব ডিলারের কাছে সেই নকল লটারি নিয়ে গিয়ে তা ভাঙিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। রাজ্যজুড়ে এমন নকল লটারিতে টাকা পেমেন্ট করে প্রতারণার ফাঁদে পড়ছেন প্রকৃত লটারি ব্যবসায়ীরা। 

Previous articleনলহাটিতে কাকার গুলিতে জখম ভাইপো  
Next articleহিন্দুস্থান কেবলসেরজমিতে রাত্রিযাপন করবেন অভিষেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here