Home Literature লজ্জা হীনা মা

লজ্জা হীনা মা

248
0

শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া

রাগ কি তোর এতোই বড়ো?
ওরে লজ্জা হীনা মা।
কোথায় ছিলি দূর্গা পূজায়-
বসন কিনলি না?

আসছে এখন কার পূজো ব’ল
মনে কি আছে তোর?
“সাধু পুরুষ” খুব নাকি তুই
সাথ্ দিস্ তো, যতো
ডাকাত চোর।।

রোদে পুড়িস? কালি মাখিস?
ন ইলে গতর কালো?
জামাই “বাবা”ও কল্কে পুরুষ।
ধুর্! মর্ত্য অনেক ভালো।।

গীতা টীতা ছুঁয়ে দেখিস?
কোন্ দেবতা পড়ে রে?
হাতে কিছু অস্ত্র নিয়ে,যুদ্ধ
কেবল হারে- রেরে- রে।।

মা’রে চক্ষুদানে ই জীবন্ত তুই
ন-ইলে খড়্ আর বাঁশ।
মানুষ ক’টা দিন বন্দী করে-
কাঁটায় হা- হুঁতাশ!!

ওমা,তুই সত্যি বলতো-?
সত্যি কি তুই আছিস?
ন-ইলে বৃথা প্যাঁচাল পাড়া
শুধু,ওদের মুখেই বাঁচিস।।

Previous articleচমকে চলা
Next articleইন্দিরা স্মরণে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here