নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি: রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ। সুতরাং তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে জাতীয় দলের কোচ করার ফলে ভারতীয় ক্রিকেট একাডেমিতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে বোর্ড কর্তাদের।
ইতিমধ্যেই এই পদে আবেদন পত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে যাকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি করে নেওয়া হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন।
সূত্রের খবর অনুযায়ী, সেজন্য প্রথমে ভিভিএস লক্ষণকে জাতীয় একাডেমির কোচ করতে চেয়েছিল বোর্ড। কিন্তু, লক্ষণ সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। কারণ, একদিকে তিনি বাংলা রঞ্জিত দলের ব্যাটিং পরামর্শদাতা। আবার, অন্যদিকে তিনি আইপিএলের সানরাইজ হায়দরাবাদের মেন্টর পদে রয়েছেন। ফলে আরো একবার নতুন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বোর্ড।