
লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তপশিলি সম্প্রদায়ের মানুষকে সাহায্যের হাত বাড়ালেন বিজেপির শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ গোটা দেশের সাথে সাথে রাজ্যকে করেছে বিপর্যস্ত। রাজ্য সরকার তাই গত বছরের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ডেকেছে লকডাউন।কিন্তু আগে থেকেই আর্থিকভাবে বিপর্যস্ত জঙ্গলমহলের অন্তর্গত ভাদুতলা এলাকার তপশিলি সম্প্রদায়ের মানুষেরা বর্তমান পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
খবর পাওয়া মাত্র এগিয়ে গেছেন বিজেপির শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী।
হিন্দু জাগরণ মঞ্চের সহযোগীদের নিয়ে ভাদুতলার অন্তর্গত ধুবুলিয়া গ্রামে তপশিলি সম্প্রদায় মানুষের মধ্যে ডাল, আলু, বিস্কুট, ডিম সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।
এছাড়া মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের মাধ্যমে করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনতা তৈরি করার চেষ্টা করেন।



100% Ami Akmat.
GEtyRWsL
Thank you very much