রোমে বন্দুকবাজের হামলা, প্রধানমন্ত্রীর বান্ধবী সহ মৃত ৩

    181
    0

    রোম: ইতালির রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের পানশালায় বেশ জমে উঠেছিল সন্ধ্যাকালীন আড্ডা। ওই পানশালায় সন্ধ্যায় অনেকেই আসেন। যাঁদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা। গতকাল, রবিবারও চলছিল সেই রকম এক আড্ডা। আচমকাই ঘটল বিপদ। বন্দুক হাতে নিয়ে ভিতরে এলো এক ব্যক্তি। আর তারপরেই শুরু হল এলোপাথাড়ি গুলি। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন অনেকে। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেট্টা গোলিসানো। এদিন টুইটে প্রধানমন্ত্রী জর্জিয়া প্রিয় বান্ধবীর মৃত্যুতে শোকপ্রকাশ করেন। পুলিশ ওই আততায়ীকে গ্রেপ্তার করেছে। তার বয়স প্রায় ৫৭ বছর। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দ্বন্দ্ব লেগেই থাকত। সেই ব্যক্তিগত আক্রোশ থেকেই বদলা নেওয়ার পরিকল্পনা করে বলে পুলিসের প্রাথমিক অনুমান। তবে এই প্রতিহিংসার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা এখনও জানা যায়নি।

    Previous articleআজ সোনা রুপার বাজার দর
    Next articleরোনাল্ডোর পাশে কোহলি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here