নয়া দিল্লি: বিশ্বের সর্বকালীন সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম খেলোয়াড় কোহলি। বলাই বাহুল্য সেরা ক্রিকেটার। অনেকের কাছেই ভারতীয় ক্রিকেটে শচীনের উত্তরসুরি। দীর্ঘ রেস কাটিয়ে সদ্য ফর্মে ফিরেছেন। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে নিজের ৭২ তম আন্তর্জাতিক সেঞ্চুরিও করেছেন। কিন্তু তার আগে প্রায় তিন বছর একের পর এক ম্যাচে ব্যর্থতার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি দেখা গিয়েছে, তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এহেন সময়ে আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। এদিন তিনি ইন্সটাগ্রামে রোনাল্ডোর সমর্থনে একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, তুমি এই খেলা ও খেলার ফ্যানদের জন্য যা করেছ, কোনও না পাওয়া ট্রফি কিংবা খেতাব তা ছিনিয়ে নিতে পারবে না। কোনও শিরোনামই তুমি তোমার খেলা দিয়ে মানুষের মনে যে অনুভূতি জাগিয়েছ, তা বোঝাতে পারবে না। এটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া বড়ো উপহার।