রোজগার মেলায় ৭১ হাজার চাকরি প্রার্থীকে নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রীর

    173
    0

    নয়াদিল্লি: দেশে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের কটাক্ষের মধ্যেই রোজগার মেলার আয়োজন করল কেন্দ্রের মোদী সরকার। মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান করা হয়। নির্বাচিত ৭১ হাজার চাকরিপ্রার্থীর হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। দেশের ৪৫টি কেন্দ্রে এই নিয়োগপত্র বিলি করা হয়।

    তবে বর্তমানে গুজরাট ও হিমাচল প্রদেশে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেজন্য এই দুই রাজ্যকে এই অনুষ্ঠান থেকে বাদ রাখা হয়। এর ফলে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান প্রকল্প অগ্রাধিকার পেল। এব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, রোজগার মেলা প্রধানমন্ত্রীর কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি পূরণে একধাপ এগিয়ে গেল। আগামী দিনে আরও চাকরির সুযোগ তৈরি হবে। পাশাপাশি, অনুঘটকের কাজ করবে যুব সম্প্রদায়ের ক্ষমতায়নেও।

    Previous articleসম্পন্ন ভারত-অস্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তি, বাড়বে চাকরি
    Next articleEarthquakes: এবার অরুণাচল ও মহারাষ্ট্রে ভূমিকম্প

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here