Home National রেপো রেট: প্রধানমন্ত্রীর উল্টো সুরে আরবিআই

রেপো রেট: প্রধানমন্ত্রীর উল্টো সুরে আরবিআই

58
0

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের ৯০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। কোভিড কাল থেকে মূল্যবৃদ্ধি সামাল দিতে অসাধ্য সাধন করেছে আরবিআই। অথচ, সেই কৃতিত্ব নিতে নারাজ দেশের শীর্ষ ব্যাঙ্কই! প্রধানমন্ত্রীর সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তারা সাফ জানিয়ে দিচ্ছে, মূল্যবৃদ্ধি শিখরেই রয়েছে। শুধু তাই নয়, গরমের মরশুমে সব্জিসহ খাদ্যপণ্যের দাম আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই। তাই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এখন থেকেই কড়া নজরদারি দরকার। আর এই কঠোর বাস্তবের সামগ্রিক ফল? মধ্যবিত্তকে লাগামছাড়া ইএমআইয়ের জাঁতাকলে পিষে অপরিবর্তিতই থাকল রেপো রেট। অর্থাৎ সেই সাড়ে ৬ শতাংশ। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দাবির উপর আস্থা রেখে বাড়ি-গাড়ির চড়া সুদের হার থেকে স্বস্তি মেলার যে আকাশকুসুম আশা মধ্যবিত্ত করছিল, তাতে জল ঢেলে দিল কেন্দ্রই। 

Previous articleগণধর্ষিতাকে পরীক্ষায় বসতে দিল না স্কুল
Next articleশীর্ষ কর্তার বক্তব্যের দায় নিল না আইএমএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here