Home National রেকর্ড ভিড় কাশ্মীরে

রেকর্ড ভিড় কাশ্মীরে

166
0

শ্রীনগর: কোভিড মহামারীতে গত দু’বছর জোরাল ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। সংক্রমণের আশঙ্কার মেঘ কাটতেই জম্মু-কাশ্মীরে পর্যটন ফিরছে স্বাভাবিক ছন্দে। চলতি বছর এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন উপত্যকায়। সূত্রের খবর, অক্টোবর পর্যন্ত উপত্যকায় পা রেখেছেন প্রায় ২৩ লক্ষ ভ্রমণ-বিলাসী। তাঁদের মধ্যে রয়েছেন অমরনাথ যাত্রীরাও। প্রায় এক দশক পর পর্যটনের গাঙে এই ঢল দেখে খুশি এখানকার বাসিন্দারা। এর আগে ২০১২ সালে সর্বাধিক প্রায় ১৩ লক্ষ মানুষ এসেছিলেন ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।  বছর এখনও শেষ হয়নি, তার আগেই সেই নজির এবার ভেঙে গিয়েছে। 
পর্যটকদের এই আনাগোনায় বেড়েছে রাজস্ব আদায়ের অঙ্কও। স্থানীয় সূত্রে খবর, এপ্রিল, মে ও জুন মাসে পর্যটকদের সংখ্যা ছিল যথাক্রমে ২ লক্ষ ৮০ হাজার, ৩ লক্ষ ৭৫ হাজার এবং ৩ লক্ষ ৪০ হাজার। 

Previous articleমান্দৌসে মৃত চার, চেন্নাইয়ের জলমগ্ন রাস্তা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি
Next articleসোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্রিয় কেন্দ্রী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here