দিল্লি: কখনও ‘ক্লোজ শটে’ চোখের জল। কখনও মেঠোপথে বাইকে চেপে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়া। কিংবা দুর্ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে পড়ে থাকা কোচের তলা থেকে প্রায় হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা। ট্রেন দুর্ঘটনার থেকেও বেশি চর্চায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এহেন একের পর এক ‘ভাইরাল’ ভিডিও বা ‘রিল’। তাই বৃহস্পতিবার লোকসভায় রেলবাজেট নিয়ে আলোচনা শেষে তাঁর জবাবি ভাষণের মধ্যেই উঠল স্লোগান, ‘রিলমন্ত্রী…’! ‘ইন্ডিয়া’ এমপিরা উঠে দাঁড়িয়ে এহেন কটাক্ষ করতেই চটে লাল রেলমন্ত্রী। পরপর ট্রেন দুর্ঘটনা নিয়েও তাঁর দিকে আঙুল তুলেছিল বিরোধীরা। সেই বিষয়টি অবশ্য তাঁকে তেমন বিচলিত করতে পারেনি। কিন্তু ‘রিলমন্ত্রী’ কটাক্ষ শোনামাত্র আর সামলাতে পারলেন না। মেজাজ হারিয়ে বিরোধী বেঞ্চের দিকে উদ্ধত ভঙ্গিতে হাত নাড়িয়ে সাফাই দিলেন, ‘কেবল রিল বানানো লোক নই আমরা। আমরা পরিশ্রম করার লোক, কাজ করার লোক। আপনাদের মতো রিল বানিয়ে… রিল বানিয়ে দেখানোর মতো লোক নই আমরা। বুঝলে… বসো… হ্যাট!’