রাহুলকে গুয়াহাটিতে ঢুকতে বাধা 

    48
    0

    গুয়াহাটি: অসমের গুয়াহাটিতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়াল কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার প্রায় পাঁচ হাজার কংগ্রেস কর্মী গুয়াহাটি শহরে প্রবেশের চেষ্টা করে। তবে হিমন্ত বিশ্বশর্মার সরকার আগেই জানিয়েছিল শহরের প্রাণকেন্দ্রে রাহুলের যাত্রা প্রবেশ করতে দেওয়া হবে না। কংগ্রেস কর্মীদের আটকাতে প্রচুর পুলিসকর্মীও মোতায়েন করে অসম সরকার। দু’টি জায়গায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়। কিন্তু পুলিসের ব্যারিকেড সরিয়ে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। এরপরই দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে ফেলে স্লোগান দিতে থাকেন কংগ্রেস কর্মীরা। পাল্টা বলপ্রয়োগ করে পুলিস। তাতে কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে খবর।

    এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডলে এই সংঘর্ষের ঘটনাকে ‘মাওবাদীদের পন্থা’ আখ্যা দিয়ে লিখেছেন, ‘এটা অসমীয়া সংস্কৃতির অংশ নয়। আমরা শান্তিপ্রিয় রাজ্য। এই ঘটনা আমাদের সংস্কৃতির কাছে নতুন।’ কংগ্রেস কর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘জনতাকে উসকানি দেওয়ার জন্য আপনাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করতে আমি অসম পুলিসের ডিজিকে নির্দেশ দিচ্ছি। আপনাদের পোস্ট করা ভিডিওই আপনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। আপনাদের বিশৃঙ্খল আচরণ ও নিয়ম না মানার জন্য গুয়াহাটি শহরে ব্যাপক যানজট হয়েছে।’

    Previous articleদল ছাড়লেন আরও এক সাংসদ, ভোটের আগে চাপে জগন্মোহন
    Next articleনামিবিয়ার চিতা কুনোয় তিনটি শাবকের জন্ম দিল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here