Home State দুই মহিলা স্বাস্থ্যকর্মী রাষ্ট্রপতি পুরস্কার পেলেন

দুই মহিলা স্বাস্থ্যকর্মী রাষ্ট্রপতি পুরস্কার পেলেন

201
0

আলিপুরদুয়ার, ৭ নভেম্বর: সোমবার ২০২১ সালের রাষ্ট্রপতি পুরস্কার পেলেন দুই মহিলা স্বাস্থ্যকর্মী। তাঁরা চা বাগানে গরিব আদিবাসীদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভালো কাজ করেছেন। সেজন্যই এই পুরস্কার দেওয়া হয়েছে। ওই দুই মহিলা স্বাস্থ্যকর্মীর নাম ডোনা দাস ঘোষ ও সুস্মিতা কর। ডোনা দাসের বাড়ি ফালাকাটার সুভাষপল্লি। ধূপগুড়ির বাসিন্দা সুস্মিতা কর। তাঁরা দু’জনেই এএনএম কর্মী। তাঁরা কাজ করেন ফালাকাটা ব্লক স্বাস্থ্যদপ্তরের অধীনে। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু সোমবার দিল্লিতে জেলার এই মহিলা স্বাস্থ্যকর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।

Previous articleউত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহণ বাংলাদেশ হয়ে যাবে
Next articleমানুষকে ভাগ করতে চাই না: মীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here