Home Kolkata রাষ্ট্রপতি পদে আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি পদে আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু

232
0

নতুন দিল্লি: রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই নাম ঘোষণা করেন। বিজেপি নেতৃত্বের দাবি, তিনি প্রথম এনডিএর তরফে রাষ্ট্রপতি পদে আদিবাসী প্রার্থী।
নাড্ডা জানিয়েছেন, ঠিক হয়েছিল ভারতের পূর্ব দিক থেকে কোনও প্রার্থী বাছা হবে। চেষ্টা করা হয়েছে কোনও মহিলাকে প্রার্থী করার। এনডিএর সংসদীয় বোর্ডের তরফে ইচ্ছা ছিল আদিবাসী কাউকে করা হোক । সেজন্য এনডিএর তরফে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হল। দ্রৌপদী মুর্মু প্রথম জীবনে পেশায় একজন শিক্ষক ছিলেন । এরপর বিধায়ক হন। তিনি একসময় ওড়িশা সরকারের মন্ত্রীও ছিলেন । অবশেষে ২০১৫ সাল থেকে ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে বিরোধীরা তৃণমূল নেতা যশোবন্ত সিনহাকে প্রার্থী করে বড় চমক দিতে চাইছে। যদিও ভোটার অংকে বিরোধীদের প্রার্থীর জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ, বড় কোনও অঘটন না ঘটলে কেন্দ্রের শাসকদলের প্রার্থীর রাইসিনা হিলসে পৌঁছানো এখন সময়ের অপেক্ষা।

Previous articleআলিপুরদুয়ারে চিতা বাঘের হামলায় জখমদের দেখতে হাসপাতালে গেলেন বিজেপি কর্মীরা
Next articleছবি মুক্তির আগে ধর্মীয় বিতর্কে আর মাধবন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here