Home Business রাশিয়া থেকে তেল কিনে ৩৫ হাজার কোটি সাশ্রয় কেন্দ্রের

রাশিয়া থেকে তেল কিনে ৩৫ হাজার কোটি সাশ্রয় কেন্দ্রের

152
0

নয়াদিল্লি: রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে একসময় শিখর স্পর্শ করেছিল অশোধিত তেলের দাম। তখন দেশে পেট্রপণ্যের দাম বাড়িয়েছে মোদি সরকার। পাশাপাশি আবার রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হয়েছে অশোধিত তেল। গত ফেব্রুয়ারি মাস থেকে এভাবে কম দামে জ্বালানি কিনে ভারত সরকারের সাশ্রয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা। ক্রিসিল আর্থিক সমীক্ষক সহ একঝাঁক শিল্প ও আর্থিক সংস্থার হিসেব অন্তত তেমনই। এর মাঝে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নেমে গিয়েছে তলানিতে। কিন্তু তার কোনও সুফল পায়নি ভারতবাসী। দেশের বাজারে পেট্রল-ডিজেল এখনও মহার্ঘ। কিন্তু কেন? কোনও ব্যাখ্যা দেয়নি মোদি সরকার। 

Previous articleসংখ্যালঘু ভোট কেটে কংগ্রেসের কফিনে পেরেক পুঁতেছে আম আদমি
Next articleসোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর্জেন্তিনায় যোগদানের ‘ফর্ম’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here