Home National রাম, সীতা, লক্ষ্মণের প্রতিমা খুঁজলেন অনেকেই

রাম, সীতা, লক্ষ্মণের প্রতিমা খুঁজলেন অনেকেই

36
0

অযোধ্যা: ওই যে সামনেই কালো পাথরের মূর্তি, ইনি সেই বহু প্রতীক্ষিত রামলালা? এই সেই জন্মস্থান? এ হয় নাকি? এত ভাগ্য করেছি আমরা যে জন্মস্থানে দর্শন করছি? হাউ হাউ করে কাঁদছেন জব্বলপুরের সোনম, মহারাজগঞ্জের রূপালি, সীতামারির রমা দেবী। মধ্যপ্রদেশ থেকে আসা দলটির যেন বিশ্বাস হচ্ছে না। সেই ভোররাত থেকে উত্তরপ্রদেশের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে লাইন দিয়েছিলেন। গর্ভগৃহে ঢুকতে ঢুকতে অবশ্য বুধবার বেলা গড়িয়ে যায়। অন্যরা অবশ্য এতটা ভাগ্যবান নন। বিশৃঙ্খলার জেরে দর্শনার্থীদের একটা বড় অংশেরই প্রবেশাধিকার পেতে যথেষ্ট দেরি হয়। কিন্তু গর্ভগৃহের কাছে গিয়ে অবাক হন অনেকে। খুঁজতে শুরু করেন রাম, সীতা, লক্ষ্মণের সেই চিরাচরিত প্রতিমা। তা দেখতে না পেয়ে সেব্যাপারে প্রশ্নও তোলেন কেউ কেউ। ফিসফিস করে বেশ কয়েকজনকে বলতে শোনা যায়, রামলালার অবয়ব যেন অনেকটা তিরুপতির মতো! অন্তত দূর থেকে তেমনই লাগছে।

Previous articleমুইজ্জুর ‘হঠকারিতা’য় কিশোরের মৃত্যুতে বিতর্ক
Next articleমহারাষ্ট্রে নৌকাডুবি, মৃত ৬ মহিলা শ্রমিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here