‘রাম ও রাষ্ট্র নিয়ে কোনও আপস নয়’, বহিষ্কারের পরে বিস্ফোরক কংগ্রেস নেতা

    42
    0

    লখনউ: বহিষ্কারের পরেই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম। রবিবার এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট, ‘রাম এবং রাষ্ট্র নিয়ে কোনওরকম আপস নয়।’ একইসঙ্গে তিনি লেখেন, ‘আজ এই বয়সে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, বাকি জীবনটা নরেন্দ্র মোদির সঙ্গেই থাকব।’ তাহলে কী এবার পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন এই আধ্যাত্মিক গুরু? সেবিষয় অবশ্য স্পষ্ট কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছেন, ‘আমি ভগবানে বিশ্বাস করি। ঈশ্বর যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। মোদিজি দেশের সঙ্গে রয়েছেন। তাই আমি ওঁর সঙ্গে আছি।’

    ২০১৯ সালের লোকসভা ভোটে লখনউ আসনে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন আচার্য কৃষ্ণম। যদিও জিততে পরেননি। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠছিল। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের জন্য প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসাও করেছিলেন। প্রকাশ্যে সমর্থন করেছিলেন রামরাজ্যের ভাবনাকে।

    Previous articleসরকারি হাসপাতালের ওটি-তে প্রি-ওয়েডিং ফটোশ্যুট, বরখাস্ত ডাক্তার
    Next articleভ্যালেন্টাইন! প্রেমের টানে পলাতক ৩৫ যুগল, তালিকায় নাবালিকা, ছাত্রের হাত ধরল গৃহবধূও

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here