রামলালা নিয়ে সারা দেশে ব্যবসা সওয়া লক্ষ কোটির

    67
    0

    কলকাতা: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের নির্ঘণ্ট ঘোষণার পরই, তা নিয়ে ব্যবসায়ীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে  ব্যবসা হতে পারে ৫০ হাজার কোটি টাকার। দিন যত এগিয়ে আসে, ব্যবসার অঙ্ক বৃদ্ধির আশা আরও বাড়তে থাকে। শেষের দিকে এক লক্ষ কোটি টাকার ব্যবসার অনুমান করেন ট্রেডাররা। রামমন্দির উদ্বোধনের পর তাঁদের ঘোষণা, ব্যবসা হয়েছে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকার! 

    এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই ব্যবসা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকার। তবে রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে বেচাকেনার সূচনা হয়েছিল, তা মোটেই শেষ হয়ে যায়নি বলেই দাবি ব্যবসায়ীদের। তাঁদের কথায়, দীর্ঘ মেয়াদেও এর সুফল মিলবে। তার মধ্যে অন্যতম ভূমিকা নেবে রামমন্দিরের রেপ্লিকা বা অনুকরণে তৈরি মডেলের ব্যবসা। অন্যতম উপহার সামগ্রী হিসেবে উঠে আসবে এটি। চলতি বিয়ের মরশুমেই নবদম্পতিকে রামমন্দিরের মডেল উপহার দেওয়ার রেওয়াজ শুরু হয়ে গিয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স।

    সোমবার মন্দির উদ্বোধনের দিন অকাল দেওয়ালি পালন করে দেশ। তাতে অংশ নেন প্রায় ৯ কোটি ব্যবসায়ী, দাবি কনফেডারেশনের। প্রদীপ-আতশবাজি থেকে শুরু করে উপাসনার সামগ্রী বিক্রি হয় দেদার। সঙ্গে ছিল হরেক পণ্য। 

    সংগঠনের মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল বলেন, দেশে প্রায় ৩০ হাজার আঞ্চলিক ব্যবসায়ী সংগঠন রামমন্দির কেন্দ্রিক হরেক উদ্যোগে অংশ নেন। প্রায় দেড় লক্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয় নানা প্রান্তে। মন্দির উদ্বোধনের পর আমরা নিজেরা বিভিন্ন সেমিনারের আয়োজন করার পরিকল্পনা করছি, যেখানে রামমন্দিরকে কেন্দ্র করে ভবিষ্যতের সম্ভাব্য ব্যবসা নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, বিয়েবাড়িগুলিতে রামমন্দিরের মডেল উপহার দেওয়া শুরু হয়েছে। এই প্রবণতা আরও বাড়বে। সুযোগকে আমরা কাজে লাগাতে চাই।

    Previous articleনেতাজিকে শ্রদ্ধা জানালেন মোদি
    Next articleদল ছাড়লেন আরও এক সাংসদ, ভোটের আগে চাপে জগন্মোহন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here