ময়নাগুড়ি: ময়নাগুড়ির ভিলেজ পুলিশ রামমোহন রায়কে অনির্দিষ্টকালের জন্য নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে জানা গিয়েছে, কিছুদিন আগেই তৎকালীন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত ভিলেজ পুলিশ রামমোহন রায়কে নিষ্ক্রিয় করে দেয়। এরপরেই এর কারণ নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে ময়নাগুড়ি জুড়ে। রামমোহন রায়কে নিষ্ক্রিয় করে দেওয়ার পিছনে একটি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে ধারণা ময়নাগুড়িবাসীদের একাংশের। এদিকে রামমোহন রায়কে নিষ্ক্রিয় করে দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বর্তমান পুলিশ সুপার।
প্রসঙ্গত, রাজনৈতিক নেতাদের পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন রামমোহন রায়। সেই বিষয়টি কেউ ভালোভাবে নিতে পারেনি। আর তা নিয়ে সম্ভবত উপর মহলে তাঁর নামে অভিযোগ জানানো হয়েছে বলে অনেকের ধারণা।