নদীয়া: ইংরেজি নববর্ষের শুরুতেই সোমবার নদীয়ার রানাঘাট রেল স্টেশনের ৭ নং প্লাটফর্ম থেকে রানাঘাট বনগাঁ সেকশন প্রয়োজনীয় বাড়তি একটি ট্রেন উপহার পেল। এদিন এই ট্রেনের উদ্বোধন করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি সহ রেলের জেনারেল ম্যানেজার ও উচ্চ পদস্থ কর্তাব্যাক্তিরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর ঠিক তার আগে এই ট্রেন উপহার দেওয়ায় একদিকে নিত্য রেলযাত্রীদের অনেকটাই সুবিধা হয়েছে।