নদীয়া: ভয়াবহ আগুনে পুড়ে ছাই নদীয়ার রানাঘাট কোর্ট মোড়ের কাছে একটি প্লাস্টিক গুদাম। শনিবার গভীর রাতে এই অগ্নিকান্ডে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলে খবর পেয়ে রাতেই ছুটে আসে রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায়। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে ক্ষতিগ্রস্ত ক্ষতি হওয়া জিনিসপত্র সরিয়ে নেবার কাজ করছেন শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ। ক্ষতি-ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।