রাতের অন্ধকারে শিলিগুড়িতে চলছে বৃক্ষনিধন, বাড়ছে দূষণ

    178
    0

    শিলিগুড়ি: চলতি সময়ে শহর শিলিগুড়িতে বাড়ছে যানবাহনের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শহরে দূষণও। ফলে দূষণ মোকাবিলায় এখন সব থেকে প্রয়োজন বেশি সংখ্যক গাছ লাগানো। তবে নিজেদের ব্যবসা চালানোর জন্য রাতের আধারে সকলের অজান্তে গাছ কেটে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এদিন এমনই অভিযোগ তুলল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি ও পরিবেশ প্রেমী এক সংগঠন। হিলকার্ট রোডের গুরু নানক চক সংলগ্ন এলাকার ২টি গাছ কে বা কারা রাতের অন্ধকারে কেটে ফেলে। সকালে এই দৃশ্য দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠেন হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সদস্য ও পরিবেশ প্রেমীরা। তাঁরা এদিন গুরুনানক চকে বিক্ষোভ দেখান। এদিন এক পরিবেশপ্রেমী জানান, বিভিন্ন জায়গার তুলনায় শিলিগুড়িতে চড়ুই পাখির সংখ্যা সব থেকে বেশি। আর তার অন্যতম একটি কারণ হল শহরের মাঝের এই গাছগুলো। যেখানে এই পাখিরা বাসা বানিয়ে থাকে। এছাড়া পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এক একটি গাছ কতটা প্রয়োজনীয় তা আমরা জানি। ফলে যারা এই গাছগুলো কেটেছে, তাঁদের শাস্তি দিতে হবে। পাশাপাশি, এদিন হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান, তাঁরা তাঁদের এলাকায় অনেক গাছ লাগিয়ে সেই গাছগুলোর যত্ন নিয়ে সেগুলোকে বড় করে তুলেছেন। তবে রাতের অন্ধকারে কিছু অমানবিক ব্যক্তিরা সে গাছগুলোকে কেটে দিয়েছে।

    Previous articleআজ সোনা-রূপার বাজারদর
    Next articleরানিডাঙ্গায় মহা সমারোহে পালিত হয় জগদ্ধাত্রী পূজা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here