কলকাতা, ১৪ নভেম্বর: রাজ্যে ৫জি পরিষেবা চালু করার কাজ চলছে দ্রুত গতিতে। সোমবার রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের কর্তারা বিশেষজ্ঞদের সঙ্গে দিনভর আলোচনা করেন। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ফাইভ (৫) জি নিয়ে বৈঠক হয়। টেলি পরিষেবা প্রদানকারী সংস্থার কর্তারাও আলোচনায় অংশ নেন। ছিলেন রাজ্য ও কেন্দ্রের আধিকারিকরা। রাজ্য ৫ জি পরিষেবা চালুর ব্যাপারে যে সম্পূর্ণ প্রস্তুত, সেব্যাপারে সরকারের কর্তা ব্যক্তিরা জানিয়ে দেন। পাশাপাশি, মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রেও দেওয়া হয়েছে অবাধ স্বাধীনতা। এব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনও অনুমতি লাগবে না। বিষয়টি জানিয়ে দেয় রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তর।