নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩ জুলাই: আগামী ৯ জুলাই রাজ্যে আসছেন NDA মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মূ। সুত্রের খবর, তিনি কলকাতায় এসে বিধানসভা ভবনে তৃনমূলের বিধায়ক ও সাংসদদের কাছে ভোট প্রার্থনা করবেন। এমনকি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে দ্রৌপদী মুর্মূর কলকাতায় আসা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।