কলকাতা: পঞ্চায়েত ভোট-পরবর্তী হিংসা ও অশান্তি ঠেকাতে রাজ্যে আরও দশদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আজ, শনিবার শেষ হচ্ছে সেই সময়সীমা। তাই আরও একমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার আবেদ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বিরোধীরা। শুক্রবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই আবেদন জানান বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, ভোটের পর এখনও অশান্তি অব্যাহত। তাই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাক আরও চার সপ্তাহ। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদনও জানানো হয়েছে। প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত।
যদিও এদিন রাজ্যের তরফে এজলাসে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই রাজ্যের বক্তব্য না শুনে বিষয়টিতে হস্তক্ষেপ করতে চায়নি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়েছেন, রাজ্যের অনুপস্থিতিতে তাদের বক্তব্য না শুনে এব্যাপারে কোনও নির্দেশ দেবে না আদালত। তবে ইতিমধ্যেই যেহেতু এব্যাপারে কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে, তাই কেন্দ্রীয় মন্ত্রক বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। ভোটকে কেন্দ্র করে আদালত অবমাননা মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। সেখানে বিষয়টি উল্লেখ করা যেতে পারে বলেও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।