নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে করোনা রোগীদের অক্সিজেনের অভাবের জন্য দায়ী মমতাই। কেন্দ্র সরকারের কয়েকটি নথি তারই প্রমাণ দিচ্ছে। গত বছর দেশ তথা বিশ্বজুড়ে যখন করোনার প্রভাব পড়তে শুরু করেছে, তখন কেন্দ্রের মোদি সরকার দেশজুড়ে 162 অক্সিজেন প্লান্টের অনুমোদন দিয়েছিলেন। সেই অনুমোদনের তালিকায় ছিল পশ্চিমবঙ্গও। গত বছর এই পশ্চিমবঙ্গকে 5টি অক্সিজেন প্লান্ট তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই বাবদ বরাদ্দ করা হয়েছিল অর্থও। কিন্তু গত এক বছরে সেই অনুমোদিত প্লান্টের একটিও তৈরি করেনি এ রাজ্যের মমতার সরকার। তা সত্ত্বেও বিভিন্ন জনসভায় রাজনৈতিক প্রচারে মমতা বলে বেড়াচ্ছেন দেশজুড়ে ওষুধ এবং অক্সিজেনের সংকট তৈরি হয়েছে মোদি সরকারের ব্যর্থতায়। তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন, করোনা রোগীদের অক্সিজেনের সংকট তৈরি হয়েছে। এজন্য মোদি সরকার কিছুই করেনি। অথচ তার রাজ্যে অনুমোদিত পাঁচটি অক্সিজেন প্লান্টের একটিও তৈরি করেননি মমতা।
প্রশ্ন উঠছে তাহলে দোষটা কার? এর জন্য দায়ী কে? কেন্দ্রের মোদি সরকার, নাকি রাজ্যের তৃণমূল সরকার? অন্যদিকে গতকাল, 25 এপ্রিল কলকাতায় দেখা গেল একটি বেসরকারী গোডাউন থেকে 15টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হয়েছে। এই অক্সিজেন সিলিন্ডার নিয়ে দুর্নীতির দায়ভার রাজ্যের শাসক দল কোনোভাবেই এড়াতে পারে না।