কলকাতা: বুধবার রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। সেখানে বিরোধী দলনেতার আসনের ব্যবস্থা করা হয় দুজন দলবদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ দাসের চেয়ারের পাশে। যাঁদের বিধায়ক পদ নিয়ে মামলা চলছে। যে কোনও সময় তাঁদের পদ চলে যেতে পারে।আর এহেন নীতিভ্রষ্ট লোকদের পাশে তাঁকে বসার আসন নির্দিষ্ট করা হয়। যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দুবাবু। তিনি এদিন বিধানসভায় পৌঁছলেও বয়কট করেন শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপরেই বিস্তারিত ট্যুইট ও সাংবাদিক সন্মেলন করে বলেন, মমতা ব্যানার্জির নির্দেশেই এরূপ ব্যবস্থাপনার দ্বারা রাজনীতি করা হচ্ছে। পরবর্তী সময়ে রাজ্যপালের অনুমতি নিয়ে উনার সঙ্গে সাক্ষাৎ করে নেব।