Home National রাজ্যগুলির পেনশন স্কিম সুবিধাজনক নয়

রাজ্যগুলির পেনশন স্কিম সুবিধাজনক নয়

88
0

 কলকাতা: ভারতের একাধিক রাজ্য তাদের সরকারি কর্মীদের ব্যাপারে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসের আওতা থেকে বেরিয়ে আসতে চাইছে । তারা তাদের নিজস্ব পেনশন স্কিম চালু করার পথে হাঁটতে চায়। কিন্তু আর্থিকভাবে তা রাজ্য প্রশাসনগুলিকে সেভাবে বড় কোনও সুবিধা দেবে না। এমনটাই মনে করেন পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়। 
বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী রাজ্যগুলি তাদের রাজস্বের ৬০ থেকে ৭০ শতাংশ খরচ করে বেতন ও পেনশনের মতো কাজে। এই খরচগুলি রাজ্যগুলির বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। এই আর্থিক চাপের মধ্যে থেকে নিজেদের পেনশন স্কিম চালিয়ে নিয়ে যাওয়া কঠিন। সুপ্রতিমবাবুর আক্ষেপ, যেখানে উন্নত দেশগুলির জিডিপির নিরিখে একটা বড় অংশ রাখা হয় পেনশন সংক্রান্ত সম্পদে, সেখানে ভারতে সেই হার জিডিপির ১২ থেকে ১৩ শতাংশ। মোট কথা, পেনশনের বিষয়ে এখনও পিছিয়ে দেশ। পিএফের আওতায় যে পেনশন স্কিম আছে, সেই বিষয়েও কেন্দ্রীয় সরকারের নীতি খুব স্পষ্ট নয় বলেই মনে করেন তিনি।  

Previous articleগরমের ছুটির পরেই স্কুল পড়ুয়াদের এক সেট করে ইউনিফর্ম
Next articleসমলিঙ্গ সম্পর্ক শুধুমাত্র শারীরিক নয়: সুপ্রিম কোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here