রাজৌরিতে বাহিনীর পাল্টা অভিযানে নিকেশ এক জঙ্গি

    98
    0

    শ্রীনগর: শুক্রবার রাজৌরিতে জঙ্গি হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। এরপরই শুরু হয় পাল্টা অভিযান— ‘অপারেশন ত্রিনেত্র’। এই অভিযানে এক জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। এদিকে, শনিবারই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজৌরি আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার আগেই এই সাফল্য পায় নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, রাজৌরির কান্দির জঙ্গলে সকাল সাতটায়  একযোগে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিস এবং সিআরপিএফ। জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট গভর্নর দেবেন্দর আনন্দ জানিয়েছেন, এই অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও এক জঙ্গি আহত হয়েছে। মৃতের কাছ থেকে একটি একে-৫৬ রাইফেল, চারটি ম্যাগাজিন, ৫৬টি বুলেট, একটি নাইন এমএম পিস্তল ও তার তিনটি ম্যাগাজিন এবং তিনটি গ্রেনেড উদ্ধার হয়েছে। তল্লাশি এখনও চলছে। 
    প্রসঙ্গত, শুক্রবার রাজৌরির কান্দির জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে পাঁচ জওয়ান শহিদ হন। তাঁদের মধ্যে রয়েছেন দার্জিলিংয়ের বিজনবা঩ড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক জওয়ান। এদিন  জম্মুতে কিছু সময় কাটিয়ে রাজনাথ পৌঁছন রাজৌরির ‘এস অব স্পেডস’ ডিভিশনের হেড কোয়ার্টারে। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এবং জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তাঁরা ‘অপারেশন ত্রিনেত্র’-তে যুক্ত থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। গত দুই সপ্তাহে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ১০ জন জওয়ান। যা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। দিল্লি ফিরে যাওয়ার আগে রাজনাথ সেনাবাহিনীর একটি উচ্চপর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন। 
    অপরদিকে, এদিন কাশ্মীরের বারামুলায় পৃথক অভিযানে এক লস্কর জঙ্গি নিকেশ হওয়ার খবর মিলেছে। আবিদ ওয়ানি নামে ওই জঙ্গি কুলগাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল এবং আরও কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। 

    Previous articleআজ সোনা রূপার বাজার দর
    Next articleপি এফ -এর ই-নমিনেশনে গুরুত্ব বাড়ানো হল

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here