রাজীব হত্যা মামলায় মুক্তি পেল নলিনী সহ ছয় সাজাপ্রাপ্ত

    181
    0

    নতুন দিল্লি, ১১ নভেম্বর: আজ রাজীব হত্যা মামলায় ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। ৩১ বছর পর এই মামলায় মুক্তি পেল ছয় সাজাপ্রাপ্ত। নলিনী শ্রীহরণ সহ ছয় জন দোষীকে মুক্তির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি বিআর গাভাই এবং বিভি নাগারথনার বেঞ্চ। নলিনী বাদে বাকি পাঁচ মুক্তিপ্রাপ্ত হলেন, রবিচন্দ্রন, মুরুগান, রবার্ট পায়াস, সান্থন ও জয়কুমার। গত মে মাসে মুক্তি পায় এ জি পেরারিভালান। সেই মামলা বিবেচনা করতে গিয়েই আদালত এই রায় দিয়েছে।

    Previous articleপ্রয়াত হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী
    Next articleতামিলনাড়ুতে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here