রাজীব হত্যাকারীদের মুক্তির নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কেন্দ্র সরকারের

    162
    0

    নয়াদিল্লি: রাজীব হত্যাকারীদের মুক্তির আর্জি পুনর্বিবেচনার আর্জি জানাল মোদী সরকার। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব হত্যায় দোষী সাব্যস্ত ছয় সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়া হয়।
    বৃহস্পতিবার পিটিশন দায়ের হয়েছে সেই নির্দেশের রিভিউ চেয়ে । পর্যাপ্ত শুনানি ছাড়াই তাদের রেহাই দেওয়া হয়েছে, এটা কেন্দ্র সরকারের যুক্তি। সুযোগও মেলেনি মতামত জানানোর। ফলে ন্যায়বিচারের পরিপন্থী এই নির্দেশ। এদিকে গান্ধী পরিবার হত্যাকারীদের ক্ষমা করে দেয় বেশ কিছুদিন আগে। কিন্তু, তাদের ক্ষমা করেনি কংগ্রেস। তীব্র আপত্তি জানিয়েছে তাদের মুক্তি নিয়ে। কেন্দ্র দেশের শীর্ষ আদালতে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে শান্তিশৃঙ্খলা, ফৌজদারি বিচারব্যবস্থার ক্ষেত্রে। কেন্দ্রের পরামর্শ এই ধরনের স্পর্শকাতর বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে কেন্দ্র জানায়, এই ছয় সাজাপ্রাপ্তই শ্রীলঙ্কার নাগরিক। তারা নৃশংস অপরাধ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করেছে তারা। এক্ষেত্রে সরকারের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    Previous articleদক্ষিণ ২৪ পরগনায় ৪২৮ জন চাকরিপ্রার্থীর নথি অসম্পূর্ণ
    Next articleতিনটি সংস্থা থেকে সাবধান করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here