আমেদাবাদ, ১৩ নভেম্বর: রাজস্থানের উদয়পুরের ওধা সেতুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেললাইন। এই ঘটনা ঘটে আসারওয়া-উদয়পুর এক্সপ্রেস ট্রেন যাওয়ার আগে। রবিবার ভোরে বিস্ফোরণটি হয় উদয়পুরের কেওয়াদা কি নালের কাছে। ঘটনাস্থলে গিয়েছে এনআইএ ও অন্যান্য তদন্তকারী দল। গুজরাতের আমেদাবাদের আসারওয়া স্টেশন থেকে গত ৩১ অক্টোবর এই ট্রেনের উদ্বোধন হয়। উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই ঘটনায় অন্তর্ঘাতের চেষ্টা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। ‘দুষ্কৃতীরা কোনওভাবেই রেহাই পাবে না। তাদের কঠোর শাস্তি হবে।’ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার একথা জানিয়েছেন।