জয়পুর: কাজ মিলবে অঙ্গনওয়াড়িতে। এমনই প্রস্তাব দিয়ে ডেকে ২০ জন মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে। কাঠগড়ায় সিরোহি মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রাক্তন কমিশনার মহেন্দ্র চৌধুরী এবং চেয়ারম্যান মেহেন্দ্র মেওয়াদা। নিগৃহীতাদের অভিযোগ, প্রায় দু’-তিন মাস আগে পুর চেয়ারম্যান ও প্রাক্তন কমিশনারের নেতৃত্বে ৮-১০ জন দুষ্কৃতী তাঁদের গণধর্ষণ করে। ইতিমধ্যেই রাজস্থান হাইকোর্টের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পুরসভার প্রাক্তন কমিশনার ও চেয়ারম্যান।