কলকাতা, ৫ নভেম্বর: শনিবার রবীন্দ্রসরোবরে ডুবে গেল ডিঙি নৌকা। জানা গিয়েছে, নৌকার দাঁড় টানা অনুশীলন করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। আজ সকালে রোয়িং করার সময় একটি ডিঙি নৌকা আচমকাই উল্টে যায়। সেই সময় রোয়িং করছিলেন একজন সিনিয়ার রোয়ার। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করা হয়।