দীননাথ চক্রবর্তী
বিষাদের যেন কত নাম
তবু সব নামকে ছাপিয়ে যায় মৃত্যু
যখন সে আসে
সঙ্গে নিয়ে পাঁজর ভাঙা কান্না
সেই কান্না এখন মিশে গেছে রোদ্দুরে
ছড়িয়ে ছিটিয়ে
ঘর দোর উঠোন দাওয়া…
এই বুঝি ঢুকে পড়ে ঘরে
খিল এঁটে প্রহর গোনে মানুষ।
হঠাৎই টোকা পড়ে দরজায়
করোনা ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে দেখি
বিশল্যকরণী হাতে রবীন্দ্রনাথ।
“ভয় হতে তব অভয় মাঝে নূতন প্রাণ দাও হে ।”
Thank you very much
https://night-lady.co.il
Thank you very much