যারা মদ পান করবে, তারা মরবেই: নীতীশ কুমার

    156
    0

    পাটনা: দিনের পর দিন ভেজাল বিষ মদ পান করে বিহারের ছাপরা জেলায় ঘটে চলেছে একের পর এক মৃত্যু। ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান চিকিৎসকদের। আর বিরোধীরা এই বিষ মদ কাণ্ডে আঙুল তুলেছে নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে। যার প্রতিবাদ করতে গিয়ে আজ বৃহস্পতিবার বেফাঁস মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

    তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, যারা মদ পান করবে, তারা মরবেই। সবাইকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। আগে মদ খেয়ে মরলে টাকা দেওয়া হত। কিন্তু তিনি বলেন, মদ খেলে লোক মরবেই। তাঁদের আর্থিক সাহায্য দেওয়া উচিত নয়। আর নীতীশের এই মন্তব্যের জন্য ফের একবার বিরোধীরা কড়া ভাষায় সমালোচনা করেছেন। মদ্যপানে মৃত্যু ও হিংসা বেড়ে যাওয়ায় ২০১৬ সাল থেকে বিহারে নিষিদ্ধ করা হয়েছে মদ। কিন্ত বারংবার এইধরণের ঘটনা ঘটায় ঘরে-বাইরে বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে নীতীশকে।

    Previous articleপাঠান ছবিতে হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ
    Next articleএই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-কে তদন্তের নির্দেশ দিল আদালত

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here