Home Kolkata যন্ত্রাংশ লুট, রাজারহাটে ধৃত পাঁচ

যন্ত্রাংশ লুট, রাজারহাটে ধৃত পাঁচ

158
0

বিধাননগর: কারখানায় লোহার যন্ত্রাংশ লুটপাটের কিনারা হল। এই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারও করল রাজারহাট থানার পুলিস। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, রাজারহাট থানা এলাকায় দু’টি কারখানা থেকে লোহার যন্ত্রাংশ লুটের অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিস। সোমবার রাতে সাফল্যে মেলে। দুষ্কৃতীচক্রের পুরো টিমকে পাকড়াও করা হয়। এই গ্যাংয়ের সদস্যরা শাসনের একটি কারখানাতেও একইভাবে যন্ত্রাংশ লুট করেছিল বলে অভিযোগ। 

Previous articleহরিদেবপুর: অ্যাসিড এল কোথা থেকে?
Next articleলোগো দিয়ে কর্মীকে প্রতারণা, গ্রেপ্তার ৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here