জলপাইগুড়ি, ১৭ নভেম্বর: আজ কার্তিক মাসের শেষ দিন। প্রত্যেক বাড়িতেই গিয়ে চলছে নগর কীর্তন। বৃহস্পতিবার, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মধ্যশালবাড়ি এলাকায় প্রত্যেক বছরের মতো এবছরও কার্তিক মাসের নাম সংকীর্তন হবে। জানা গিয়েছে, প্রত্যেক বছরের মতো এবছরও কীর্তনের আয়োজন করেছেন নিত্যানন্দ সম্প্রদায়। ৪৫ বছর ধরে এই নাম সংকীর্তন চালিয়ে আসছে। ৪০ জন সদস্য। এই নাম সংকীর্তন অনেক পুরনো।
রাজবংশী রীতি-নিয়ম মেনে এই নাম সংকীর্তন করেন। প্রত্যেক দিন ভোরবেলায় উঠে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে মন্দিরে গিয়ে নাম সংকীর্তন করেন। কার্তিক মাসের প্রথম দিন থেকেই শুরু হয় এই কীর্তন। কার্তিক মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা নিরামিষ খাবার খান।
বৃহস্পতিবার কার্তিক মাসের শেষ দিন। এদিন ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। জানা গিয়েছে, এই মন্দিরে মানত করলে নাকি মনস্কামনা পূরণ হয়। নিত্যানন্দ সম্প্রদায়ের সভাপতি অলেন অধিকারী জানান, নগর খেলা শেষ হলে সন্ধ্যা বেলা পুজো কমিটির তরফ থেকে প্রসাদের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও তার অন্যথা হয়নি।