নয়াদিল্লি: রাশিয়ায় প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। বুধবার তাঁকে অভিনন্দন জানিয়ে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুক্ষণ পরেই তাঁর সঙ্গে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। রুশ-ইউক্রেন যুদ্ধ দু’বছর পেরিয়েছে। তা থামার লক্ষণও নেই। সূত্রের খবর, ভারতকে শান্তি স্থাপনকারীর ভূমিকায় দেখতে চান বলে জানিয়েছেন দুই নেতাই। শুধু তাই নয়, লোকসভা ভোটপর্ব শেষের পর মোদিকে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমমন্ত্রী মোদি।