কলকাতা, ১০ ডিসেম্বর: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। বাদ পড়ছে না কেউই। পাখির চোখ করে দেখছে সকল বিরোধী দলগুলিও। প্রতিটি বিষয় নিয়েই জল্পনা তুঙ্গে। সূত্র মারফত খবর, ফেব্রুয়ারি মাসে হতে পারে পঞ্চায়েত ভোট। যদিও নবান্নের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু রাজনৈতিক দলগুলি মনে করছে, মে মাসের মধ্যেই ভোট সম্পন্ন হবে।
প্রসঙ্গত, আবাস যোজনার অধীনে ১১ লক্ষ বাড়ি তৈরির কাজ ১০০ দিনের মধ্যে শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। ১০০ দিনের কাজ প্রকল্পের আটকে থাকা বরাদ্দ অনুমোদনেরও সম্ভাবনা দেখা দিয়েছে। সেই টাকা এলে আগামী তিন মাসে কয়েক লক্ষ মানুষকে কাজ দেওয়া যাবে। কাজগুলি শেষ করে নির্বাচনে গেলে তার সুফল যে রাজ্যের শাসক দলই পাবে, তা বলা বাহুল্য। ফলে মে মাসের আগে পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয় কোনওভাবেই। প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আলোচনার মাধ্যমে ঠিক হয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ।