আমেদাবাদ: নানা টালবাহানার পর ‘মূল অভিযুক্ত’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গুজরাতের মোরবিতে মাচু নদীর উপর ঝুলন্ত সেতু বিপর্যয়ের প্রায় তিন মাস পর চার্জশিট জমা দিল পুলিস। ১ হাজার ২৬২ পাতার সেই চার্জশিটে সেতুর রক্ষণাবেক্ষণকারী সংস্থা ওরেভা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলের নাম উঠে এল। এছাড়া, আরও ন’জনের নাম রয়েছে।