Home National মোদির সুরক্ষা বলয় ভেঙে আটক যুবক

মোদির সুরক্ষা বলয় ভেঙে আটক যুবক

111
0

বেঙ্গালুরু: প্রধানমন্ত্রীর সুরক্ষা বলয় ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। অবশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছনোর আগেই নিরাপত্তারক্ষী ও পুলিসকর্মীরা তাঁকে ধরে ফেলেন। শনিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দেবনগেরেতে। চলতি বছরই দক্ষিণের এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বেঙ্গালুরু মেট্রো সহ একাধিক প্রকল্প এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অংশ নেন একটি রোড শোয়েও। বিপত্তি ঘটে রোড শো চলাকালীন। হঠাৎই মোদির কনভয় লক্ষ্য করে ছুটে যান এক যুবক। কিন্তু গাড়ির কাছে পৌঁছনোর আগেই তাঁকে ধরে ফেলেন কর্তব্যরত পুলিসকর্মীরা। পরে তাঁকে আটক করা হয়।

Previous articleসেনসেক্সের পতনেও লক্ষ্মীলাভ আদানির
Next articleবিহার থেকে শিলিগুড়িতে এনে সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, ধৃত ৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here