বেঙ্গালুরু: প্রধানমন্ত্রীর সুরক্ষা বলয় ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। অবশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছনোর আগেই নিরাপত্তারক্ষী ও পুলিসকর্মীরা তাঁকে ধরে ফেলেন। শনিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দেবনগেরেতে। চলতি বছরই দক্ষিণের এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বেঙ্গালুরু মেট্রো সহ একাধিক প্রকল্প এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অংশ নেন একটি রোড শোয়েও। বিপত্তি ঘটে রোড শো চলাকালীন। হঠাৎই মোদির কনভয় লক্ষ্য করে ছুটে যান এক যুবক। কিন্তু গাড়ির কাছে পৌঁছনোর আগেই তাঁকে ধরে ফেলেন কর্তব্যরত পুলিসকর্মীরা। পরে তাঁকে আটক করা হয়।