নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! মৃত ওই ছাত্রীর নাম প্রদীপ্তা দাস। তাঁর বাড়ি সোদপুরে। তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আকস্মিক এই ঘটনার জেরে শোকাহত ওই ছাত্রের পরিবার ও আপনজনরা। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও তিনি ক্লাস করে হোস্টেলে ফেরেন। কিন্তু সহপাঠীরা কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই দেখা যায়, গলায় ফাঁস দিয়ে ঝুলছেন প্রদীপ্তা। সঙ্গে সঙ্গে ওই মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মেধাবী প্রদীপ্তা ইদানিং পড়া ভুলে যাওয়া নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। সেজন্য তাঁকে ডাক্তারও দেখানো হয়েছিল। কিন্তু শেষমেশ আত্মহননের পথ বেছে নেওয়ায় হতবাক তাঁর পরিজনরা।