আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে সেখানকার পরিস্থিতি। এবার তৃণমূল প্রার্থী এসমাতুর মোমিনিনের উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠল। হামলার ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন তৃণমূল কর্মী। জোড়াফুল শিবিরের অভিযোগ, মেঘালয়ের শাসক দল এনপিপির কর্মীরা হামলা চালিয়েছে।