বহরমপুর: এবার আবাস যোজনায় দুর্নীতির কথা স্বীকার করে মুর্শিদাবাদের ভরতপুর দু-নম্বর ব্লকের মালিহাটি গ্রামপঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ ১৭ জন সদস্য পদত্যাগপত্র তুলে দিলেন স্থানীয় বিডিওর হাতে। তাঁদের দাবি, গ্রামের অনেকেরই মাটির বাড়ি। কিন্তু তাঁদের জন্য কোনও বাড়ির ব্যবস্থা করতে পারছি না। সেই ব্যথা বুকে নিয়েই আমরা পদত্যাগ করছি।
যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিরোধী শিবিরের তরফে। বলা হয়েছে, এতদিন ধরে দুর্নীতি করেছে পঞ্চায়েত প্রধান ও তার সাগরেগরা। এবার জনরোষের ভয়ে এবং নিজেদের পিঠ বাঁচাতে পদত্যাগের নাটক করছেন প্রধান, উপপ্রধান এবং তাদের দুর্নীতির সঙ্গে যুক্ত সদস্যরা।