কলকাতা: করোনার কারণে গত দুই বছর পুজোর কর্নিভাল অনুষ্ঠিত হয়নি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবার কারণে মহাসমারোহে অনুষ্ঠিত হয় কলকাতার দুর্গা পূজা কার্নিভাল। এবারের কার্নিভালে বসেছিল চাঁদের হাট। টলিউডের ছোট পর্দা থেকে বড় পর্দার বহু অভিনেতা, অভিনেত্রী এই কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। কার্নিভাল শেষে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। সৌজন্যমূলক সাক্ষাতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি পোস্ট করার পরেই সমালোচনার ঝড় ওঠে। এজন্য অনেকেই তাঁর প্রতি বিরূপ মন্তব্য করেছেন।