মুক্তিপণ না পেয়ে বাগুইআটির দুই কিশোরকে খুন

    192
    0

    নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাগুইআটির  দুই কিশোরকে অপহরণ করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের উপর। মৃতদের একজনের দেহ ন্যাজাটে ও অন্যজনের দেহ মেলে মিনাখাঁয়। মৃতদের নাম অভিষেক নস্কর ও অতনু দে। তাঁরা দুজনেই দশম শ্রেণীর ছাত্র। ঘটনায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, প্রথম থেকেই পুলিশ সক্রিয় হলে দুই কিশোর প্রাণে বেঁচে যেতে পারত।
    জানা গিয়েছে, গত ২২ আগস্ট বাগুইআটির জগৎপুর খালপাড়ের বাসিন্দা ওই দুই ছাত্র নিখোঁজ হয়ে যায়। ওই দিন তাঁদের বাড়িতে এক কোটি টাকার মুক্তিপণ চেয়ে মোবাইলে মেসেজ আসে। টাকা না পেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপরই দুই কিশোরের পরিবার বাগুইআটি থানায় অভিযোগ জানায়। কিন্তু, থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি বলে পরিবারের তরফে অভিযোগ। এমনকি মিসিং  ডায়েরিও নিতে চায়নি। শেষে ২৩ আগস্ট একটি রেফারেন্সে অভিযোগ দায়ের হয়। আর ২৪ আগস্ট মিসিং ডায়েরি হয়। কিন্তু, তারপরেও সক্রিয় হয়নি পুলিশ। উপরন্তু মিডিয়াকে জানাতে নিষেধ করে বলে অভিযোগ অতনুর দিদার।
    পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল এক অভিযুক্ত অভিজিৎ বোসকে জিজ্ঞাসাবাদ করতেই এই ঘটনার সত্য সামনে আসে। জেরায় অভিজিৎ স্বীকার করে নেয়, গত ২২ আগস্ট রাত ১০টা নাগাদ তারা ওই দুই কিশোরকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। এরপর রাস্তার পাশের খালে তাদের দেহ ফেলে দেয়।  যদিও মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী সহ আরও দুই অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ।
    এদিকে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে অতনুর মা। তিনি বলেন, আমি একা হয়ে গেলাম। আমি এখন কি নিয়ে বাঁচব?

    Previous articleপ্রবন্ধ: তথ্যে শিক্ষক দিবস
    Next articleদিল্লির রাজপথের নাম পাল্টে নেতাজির মূর্তি বসিয়ে ব্রিটিশের অস্তিত্ত্ব মুছে দিলেন মোদী

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here