মালে: ভারত বিরোধী অবস্থান ঘিরে ঘরে-বাইরে বিতর্কের মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। এই অবস্থায় ১৩ বছরের এক কিশোরের মৃত্যু ঘিরে মুইজ্জু সরকারের উপর চাপ আরও বাড়ল। বিরোধীদের অভিযোগ, মুইজ্জু সরকারের তীব্র ভারত বিরোধী অবস্থানের খেসারত দিতে হয়েছে ওই কিশোরকে। জরুরিকালীন পরিস্থিতিতে গ্রাম থেকে হাসপাতালে রোগীকে উড়িয়ে আনতে মালদ্বীপকে ডোর্নিয়ের বিমান উপহার দিয়েছে ভারত। কিন্তু গুরুতর অসুস্থ ওই কিশোরকে উড়িয়ে আনার ক্ষেত্রে সেই বিমানটি ব্যবহার করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তবে প্রশাসনের সাফাই, বিমানটি খারাপ থাকার জন্য তা ব্যবহার করা যায়নি। তবে সেই সাফাইয়ে চিঁড়ে ভিজছে না।
মালদ্বীপ বিদেশ মন্ত্রকের প্রাক্তন মুখপাত্র সাফাৎ আহমেদ বলেন, ‘জরুরি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতের ডোর্নিয়ের বিমান ব্যবহার করা হয়। ২০২৩ সালেই ৮৩ জনের প্রাণ বাঁচিয়েছে এই বিমান। এখন মুইজ্জুর ভারত বিরোধী অবস্থানের কারণে সেই বিমান ব্যবহার করা হচ্ছে না। এখনও পর্যন্ত সরকারের হঠকারিতার মাশুল দিতে হয়েছে দু’জনকে।’ মালদ্বীপ সংসদের বিরোধী সদস্য মিকাইল নাসিম বলেন, ‘প্রেসিডেন্টের ভারত বিরোধী মানসিকতার জন্য দেশের মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।’