বিধাননগর: ১৬ জানুয়ারি মৌসুনি দ্বীপ এবং দুই ফেব্রুয়ারি দীঘা ও বকখালিতে বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছিল। মৃদু কেঁপেও উঠেছিল এসব এলাকা। ছড়িয়েছিল আতঙ্ক। পর্যটকরা সমুদ্রে স্নান করতে নেমেও ভয় পেয়ে দৌড়ে ফিরে গিয়েছিলেন হোটেলে। এই বিকট শব্দের উৎস কী?
১৬ জানুয়ারি প্রথম মৌসুনি দ্বীপে সমুদ্রের দিক থেকে আসা আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তারপর বহু মানুষ ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু শব্দের উৎস অজানাই থেকে যায়। এরপর দুই ফেব্রুয়ারি, শুক্রবার দীঘা, কাঁথি সহ বিস্তীর্ণ এলাকায় ফের একই ধরনের আওয়াজ। ফের কেঁপে ওঠে এলাকা। সমুদ্র থেকে ভেসে আসা আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁরা ভূমিকম্প হয়েছে ভেবে বাড়ির বাইরে বেরিয়েও আসেন। তবে এবারও চুপ থাকে প্রশাসন। ১৬ জানুয়ারির মতোই দুই ফেব্রুয়ারিও মুখে কুলুপ এঁটেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। ফলে আওয়াজ নিয়ে জল্পনা ডালপালা মেললেও প্রকৃত কারণ নিয়ে মানুষ অন্ধকারেই পড়ে থাকে। বকখালিতেও বিস্ফোরণের শব্দ শুনতে পেলেন স্থানীয়রা। অনেক পর্যটক তখন স্নান করছিলেন। তাঁরা জল থেকে দ্রুত উঠে পড়েন।